কুমিল্লায় রূপান্তরের সহযোগিতায় শিশু সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ । ৯:৪৪ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি: কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার উত্তর দূর্গাপুর ইউনিয়ন সিবিসিপিসি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৭ অক্টোবর উত্তর দূর্গাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সভাপতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া আক্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মো; নুরুল ইসলাম পাটওয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রূপান্তরের অভ্যন্তরীণ পাচার ও যৌনতার শিকার শিশুদের সুরক্ষা শক্তিশালীকরণ প্রকল্পের জেলা সমন্বয়কারী মো: আব্দুল হান্নান,বিষ্ণুপুর পিপলিস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মমতাজ বেগম। এসময় আরও বক্তব্য রাখেন রূপান্তর কর্মী মো: মেহেদী হাসানসহ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তি বর্গ।

উল্লেখ্য বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তর কুমিল্লা, ময়মনসিংহ, বরিশাল জেলা এবং ঢাকা জেলার সাভারে আন্তর্জাতিক সংস্থা The Freedom Fund এর সহায়তায় অভ্যন্তরীন পাচার এবং এবং যৌনতার শিকার শিশুদের সুরক্ষা শক্তিশালীকরণ প্রকল্প বাস্তবায়ন করছে।

সভায় শিশুদের অধিকার, শিশুর প্রতি সহিংসতা, অবহেলা, শোষণ, শিশু অধিকার লঙ্ঘন, শিশুদের বিভিন্ন পরিষেবা প্রদান বিষয়ে আলোচনা করা হয় এবং সমাজভিত্তিক ‍শিশু সুরক্ষা কমিটির উদ্যোগ ত্রৈমাসিক কর্মপরিকল্পনা করা হয়।

সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হান্নান ॥ ঠিকান: শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা। মোবাঃ +8801718-758990, বিজ্ঞাপন: , ই-মেইল: hannanbd032@gmail.com ॥  ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম

প্রিন্ট করুন