মানব পাচার প্রতিরোধে সম্মিলিতভাবে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে,
সঠিক তথ্য জেনে বিদেশে গেলে প্রতারণার খপ্পরে পড়ার আশংকা থাকে না
নিজস্ব প্রতিনিধ: নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক তথ্য কর্ণার উদ্বোধন শেষে আলোচনা সভায় ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা বলেন, প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে নয়, সরকারিভাবে নিয়ম মেনে বিদেশে গিয়েই রেমিটেন্স যোদ্ধা হওয়া সম্ভব। তিনি মানব পাচার প্রতিরোধে সম্মিলিতভাবে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান। তিনি আরও বলেন, সঠিক তথ্য জেনে বিদেশে গেলে প্রতারণার খপ্পরে পড়ার আশংকা থাকে না।
২৮ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১টায় খুলনা জেলার ফুলতলা উপজেলার ফুলতলা ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটি (সিটিসি) এর সভা এবং ফুলতলা ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির উদ্যেগে নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে তথ্য কর্ণার উদ্বোধন করা হয়। তথ্য কর্ণার উদ্বোধন করেন ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা বলেন। এসময় উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো: ইকবাল হোসাইন, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার।
উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে এবং আশ্বাস প্রকল্পের আওতায় এই সভা আয়োজন করা হয়। তথ্য কর্ণার উদ্বোধন শেষে অত্র ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার এর সভাপতিত্বে সিটিসির সভা অনুষ্ঠিত হয়। সভায় মানব পাচারের ধরণ, পাচারের কৌশল, ঝুঁকিপূর্ণ কমিউনিটি, আমাদের করনীয় ও ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত বাজেট থেকে সারভাইবারদের সহায়তা এবং জনসচেতনতা মূলক সভা সেমিনার ও মাইকিংসহ বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচনা সভায় অংশ নেন ইউপি সদস্য খলিলুর রহমান, কাজী ইমরান, মো:মহিউদ্দিন, শেখ মনিরুল ইসলাম,কাজী কবিতা পারভীন , মো: কবির হোসেন,ইউপি প্রশাসনিক কর্মকর্তা শেখ কাউসারী আজাদ,ফুলতলা প্রেস ক্লাবে সভাপতি শামসুল আলম খোকন, স্বাস্থ্য সহকারী সেলিনা আক্তার, ম্যারেজ রেজিস্ট্রার নাজমুর সাব্বির সিদ্দক, ইমাম হাফেজ হোসেন আলী, ফুলতলা এম এম কলেজের প্রভাষক রেজাউল ইসলাম, রাড়িপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক টুকুরুল ইসলাম,ইউনিয়ন কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, ব্র্যাক এর শ্রাবন্তী সাহা, আশ্বাস প্রকল্পের প্রোগাম কো-অর্ডিনেটর সুবল কুমার ঘোষ, প্রোগাম অফিসা মো: মোশারেফ আলী সোহেল, কমিউনিটি ফ্যাসিলেটেটর মিতা মজুমদার প্রমুখ। তথ্য কর্ণারের মূল উদ্দেশ্য হলো, বিদেশ যাওয়ার আগে সকল তথ্য জেনে এবং বুঝে সঠিকভাবে প্রস্তুতি নিয়ে যাওয়া, যাতে তারা প্রতারিত না হয় এবং বিদেশে গিয়ে সুস্থভাবে জীবনযাপন করতে পারে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ । ১০:২৯ অপরাহ্ণ