শ্যামনগরে স্থানীয় পর্যায়ে সমন্বিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫ । ১০:২৯ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে পাতাখালি মাধ্যমিক বিদ্যালয়ে গোফরইমপ্যাক্ট প্রকল্পের সহযোগিতায় স্থানীয় পর্যায়ে সমন্বিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গোফরইমপ্যাক্ট কর্মসূচির আওতায় সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগীতায় রূপান্তর এর আয়োজনে বুধবার সকাল ১০.০০ ঘটিকায় পাতাখালি মাধ্যমিক বিদ্যালয়ে উক্ত ক্যাম্পেইনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের এডহক কমিটির সভাপতি মোঃ আকবর হুসাইন । উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পদ্মপুকুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহানারা খানম,স্কুলের সকল শিক্ষক বৃন্দ সহ রূপান্তরের গোফরইমপ্যাক্ট প্রকল্পের কর্মীগন।
ক্যাম্পেইনে পরিবেশ রক্ষার উপর ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভা,পুরস্কার বিতরণ সহ নানা ধরনের কার্যক্রম করা হয় । আলোচনা সভায় বক্তাগন বলেন আমাদের স্বাস্থ্য ভালো রাখতে হলে নিজেদের চারপাশে পরিবেশ কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা যার যার যায়গা থেকে নিজেদের দায়িত্ব পালন করবো এবং অন্যদেরকেও সচেতন করবো।পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে বেশি বেশি করে গাছ লাগাবো। পরিশেষে সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন করার জন্য স্কুলের পক্ষ থেকে রূপান্তর কে ধন্যবাদ জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হান্নান ॥ ঠিকান: শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা। মোবাঃ +8801718-758990, বিজ্ঞাপন: , ই-মেইল: hannanbd032@gmail.com ॥  ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম

প্রিন্ট করুন