বিশেষ প্রতিনিধি: পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় সোমবার (১০ নভেম্বর, ২০২৫) সকাল দশটায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম আদালত সক্রিয়করণের উদ্দেশ্যে উপজেলা পরিষদের সভাকক্ষে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ে একটি দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রশিক্ষন কার্য্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষনে অনলাইনে যুক্ত হয়ে প্রশিক্ষনের শুভ উদ্ভোধন করেন পিরোজপুরের স্থানীয় সরকারের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত জাহান। প্রশিক্ষন কার্য্যক্রমে আরো উপস্থিত ছিলেন রায়হান মাহামুদ, সহকারী কমিশনার (ভুমি)।
এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন উপজেলার ১০ ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দ, ইউপি প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটরসহ মোট ২৬ জন প্রতিনিধি।
আগামী দিনগুলিতে গ্রাম আদালতের কার্যক্রমকে আরো কার্যকর করার লক্ষ্যে অনুষ্ঠানটির সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী স্বপন দেবনাথ। প্রশিক্ষণের শেষে গ্রাম আদালতের মামলা ও রিপোর্টিংয়ের উপর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের মহা মুল্যবান বই পুরস্কার প্রদান করা হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ । ১১:৩২ পূর্বাহ্ণ