মনিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে “বিকেন্দ্রীকৃত পরিদীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ । ৬:০৭ অপরাহ্ণ

মনিরামপুর প্রতিনিধি: মনিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে “বিকেন্দ্রীকৃত পরিদীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি” বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল দশটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালা স্থানীয় সরকার বিভাগ ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অর্থায়নে, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়। প্রশিক্ষণ কর্মশালার কোর্স সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এভিসিবি-৩ প্রকল্পের যশোর জেলার ডিস্ট্রক ম্যানেজার এ্যাড.মহিতোষ কুমার রায় এবং ইউআরটি সদস্য বিআরডিবি কর্মকর্তা জনাব বিশ্বজিৎ কুমার ঘোষ এবং মনিরামপুর উপজেলার প্রেস ক্লাবের সভাপতি জনাব মজনুর রহমান৷ এছাড়া প্রশিক্ষণে অংশ গ্রহন করেন মনিরামপুর উপজেলার ১৭ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,প্যানেল চেয়ারম্যান , ইউপি প্রশাসনিক কর্মকর্তাসহ মাঠপর্যায়ের প্রতিনিধিরা এবং মিডিয়াকর্মী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী অনুপম কুমার ঘোষ ও রোকেয়া খাতুন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা ডিএমআইই পদ্ধতির লক্ষ্য, গুরুত্ব এবং মাঠ পর্যায়ে এর কার্যকর প্রয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

বক্তব্যে প্রদানে ইউএনও নিশাত তামান্না বলেন- “স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং মাসিক ত্রৈ-মাসিক রির্পোট প্রস্তুতে ডিএমআইই পদ্ধতি অত্যন্ত জরুরি। এই পদ্ধতি দক্ষভাবে ব্যবহার করতে পারলে পরিষেবা প্রদানের মান, নির্ভুলতা এবং কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এছাড়া প্রতি মাসে সকল ইউপিতে টার্গেট অনুযায়ী মামলা গ্রহন এবং নিস্পত্তি বিষয় আলোচনা করেন৷ ইউনিয়নের প্রতি এজলাস কক্ষ চমৎকার ভাবে সজ্জিত করতে হবে এবং এজলাস ব্যবহারে বিরোধ নিস্পত্তি করতে হবে৷
প্রশিক্ষণ শেষে মনিরামপুর উপজেলার ১৭ টি ইউপিতে গ্রাম আদালতের ফরম-ফরমেট বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার৷

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা বাস্তব উদাহরণভিত্তিক কর্মশালা, কেস স্টাডি এবং দলীয় অনুশীলনে অংশ নেন। প্রশিক্ষণ পরিচালনাকারী কর্মকর্তারা ডিএমআইই সংক্রান্ত সরঞ্জাম ব্যবহার, রেকর্ড সংরক্ষণ, ফলোআপ কার্যক্রম এবং ডাটাবেস ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। আয়োজক সূত্র জানায়, এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় সরকার কর্মকর্তা-কর্মচারীরা আর্থিক স্বচ্ছতা, কাজের মানোন্নয়ন এবং নাগরিক সেবায় গুণগত পরিবর্তন আনতে সক্ষম হবেন। ভবিষ্যতে একই ধরনের আরও কর্মশালা, মাঠ পর্যায়ের অডিট এবং মনিটরিং কার্যক্রম আয়োজনের পরিকল্পনাও রয়েছে। আরো জানান স্থানীয় বিরোধ নিস্পত্তিতে মনিরামপুর উপজেলাতে গ্রাম আদালত অনবদ্য ভুমিকা রাখছে এবং এধারা অব্যাহত রাখতে সকলকে আরো আন্তরিক এবং সহযোগিতা করতে হবে৷

সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হান্নান ॥ ঠিকান: শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা। মোবাঃ +8801718-758990, বিজ্ঞাপন: , ই-মেইল: hannanbd032@gmail.com ॥  ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম

প্রিন্ট করুন