কাশিমাড়ীতে ইউনিয়ন পর্যায়ে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ অনুষ্ঠিত।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ । ৮:১৩ অপরাহ্ণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) সকাল ১০ ঘটিকায় ইউনিয়ন পরিষদের হল রুমে কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ ও রূপান্তরের আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় ইউনিয়ন দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের আওতায় ইউনিয়ন পর্যায়ে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ অনুষ্ঠিত হয়েছে।

রূপান্তর গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের কোর্ডিনেটর সাব ডিস্ট্রিক্ট লিয়াজো মোঃ আলম চেীধুরীর সঞ্চালনায় ও স্বাগত বক্তব্যের মাধ্যমে উক্ত কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন রূপান্তরের গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের ক্যাপাসিটি বিল্ডিং কোর্ডিনেটর মোছাঃ জোহুরা খাতুন মীরা। ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ওয়ার্ড দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্য কতৃক বাস্তবায়িত উন্নয়ন পরিকল্পনাগুলো স্ব স্ব ওয়ার্ডের সভাপতি উপস্থাপন সহ জলবায়ু পরিবর্তনজনিত কারনে ওয়ার্ডের সকল সমস্যা বিষয়ে আলোচনার মাধ্যমে তুলে ধরেন। উপস্থিত UDMC কমিটির সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে উক্ত ওয়ার্ড উন্নয়ন কর্মপরিকল্পনা গুলো অনুমোদন করা হয়।উক্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আগামিতে ইউনিয়ন বাসী উপকারিত হবে বলে সকলে আশা করেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হান্নান ॥ ঠিকান: শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা। মোবাঃ +8801718-758990, বিজ্ঞাপন: , ই-মেইল: hannanbd032@gmail.com ॥  ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম

প্রিন্ট করুন