মো: মোশারেফ আলী সোহেল: খুলনা, ১৬ ডিসেম্বর (মঙ্গলবার):
বাংলাদেশের স্বাধীনতা কোনো অভ্যুত্থান বা সাময়িক ঘটনার ফল নয়—এটি ৩০ লাখ শহীদের রক্ত ও মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এক মহান মুক্তিযুদ্ধের ফসল।এমন মন্তব্য করেছেন বিএনপির তথ্য সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল।
মহান বিজয় দিবস উপলক্ষে সৈয়দ আরশাদ আলী এন্ড ছবুরুননেছা ডিগ্রি গার্লস কলেজের আয়োজনে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত আলোচনা সভা ও বিজয় র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজিজুল বারী হেলাল বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী অতর্কিত হামলা চালিয়ে নিরস্ত্র বাঙালির ওপর গণহত্যা শুরু করে। রাজারবাগ পুলিশ লাইনসহ বিভিন্ন স্থানে একযোগে গুলি বর্ষণের মধ্য দিয়ে ইতিহাসের ভয়াবহ অধ্যায়ের সূচনা হয়। সে সময় জাতি যখন দিশেহারা, ঠিক তখনই মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। এই ঘোষণা জাতিকে স্পষ্ট দিকনির্দেশনা দেয়—কি করতে হবে, কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। এই স্বাধীনতা হঠাৎ করে পাওয়া কোনো বিষয় নয়। আজ যারা স্বাধীনতার চেতনাকে বিকৃত করতে চায়, যারা সার্বভৌমত্বের দিকে শকুনির দৃষ্টিতে তাকায়—তাদের মনে রাখা উচিত, বাংলাদেশ রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনো অভ্যুত্থান বা ঘটনাকে এক করে দেখার সুযোগ নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড খুলনার পরিচালক প্রফেসর ড. মো. আনিস আর রেজা। আরও উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য ড. সৈয়দ কামরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু, কলেজের অধ্যক্ষ এম এম আমজাদ হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু ও এনামুল হক সজল, মোস্তাফা উল লাভলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিন,আবু সাঈদ,রেজাউল ইসলাম, শফিকুল ইসলাম বাচ্চু, মোশারেফ শিকদার, সরদার ফরিদ আহম্মেদসহ বিভিন্ন রাজনৈতিক ও শিক্ষাঙ্গনের নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে বিজয় দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ । ৯:৩৯ অপরাহ্ণ