বিশেষ প্রতিনিধি: খুলনার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সোহেল সামাদ বলেছেন, যে কোন নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নিরপেক্ষতা যাচাইয়ের অন্যতম মাপকাঠি হচ্ছে নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদন। নির্বাচনী প্রক্রিয়ায় নির্বাচন পর্যবেক্ষরা এখন অবিচ্ছেদ্য অংশ। নির্বাচন কমিশন এ জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বেশী সংখ্যক দেশী-বিদেশী পর্যবেক্ষকের অংশগ্রহণে গুরুত্বারোপ করেছে।
আজ সোমবার ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতায় ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) ও এ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশান এ্যান্ড ডেমোক্রেসি-অঋঊউ-এর তত্ত¡াবধানে রূপান্তর-এর আয়োজনে খুলনাস্থ রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে খুলনা বিভাগের দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক (এলটিও)-দের দু’ দিনের প্রশিক্ষণের সমাপনী দিনে সম্মানিত অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। তিনি দীর্ঘ মেয়াদী নির্বাচন পর্যবেক্ষক- এলটিওদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে এলাকার সঠিক চিত্র তুলে ধরার আহŸান জানান। এ সময় উপস্থিত ছিলেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। বিকেলে রূপান্তর-এর সিনিয়র কর্মকর্তা অসীম আনন্দ দাস প্রশিক্ষণের সমাপনী ঘোষণা করেন।
এই প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মাস্টার ট্রেইনার নূর-ই-আযম হায়দারী এবং মোহাম্মদ মাহবুব হাসান ও ট্রেইনার মোঃ আতাবুর রহমান টিপু। প্রশিক্ষণে খুলনা বিভাগের ১০টি জেলার ২৬জন দীর্ঘ মেয়াদী পর্যবেক্ষক অংশগ্রহণ করেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ । ৮:৪৪ অপরাহ্ণ