নিজস্ব প্রতিনিধি: নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ শিরোনামে গনসচেতনতা মূলক পটগান ৭ জানুয়ারী (বুধবার) দুপুর ১২টায় খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
আশ্বাস প্রকল্পের আওতায় রূপান্তর থিয়েটারের পরিবেশনা এই পটগানে মানব পাচারের কারন, মানব পাচারের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠি, মানব পাচারের প্রভাব, পাচারকারীর শাস্তি ও নিরাপদ অভিবাসন ইত্যাদি বিষয়ে গানে গানে ও নাটকের মাধ্যমে তুলে ধরা হয়।
পটগান সম্পর্কিত কুইজ পর্বে সঠিক উত্তর দিয়ে মো: রায়হান ও রহিমা ইসলাম লাবিবা বিজয়ী হন। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সিটিআইপি সদস্যসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রায় ৩ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে খুলনা জেলায় ‘রূপান্তর’ মাঠ পর্যায়ে কাজ করছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ । ২:৪৫ অপরাহ্ণ