বিশেষ প্রতিনিধি: শ্যামনগরপ ভাব বাংলাদেশ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে সম্পূর্ণ বিনা খরচে ৩ মাস মেয়াদি গ্রাফিক ডিজাইন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম. এ. আলিম খাঁন-এর সঞ্চালনায় এবং কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মীনা হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, ভেটখালি এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম, চালিতাঘাটা মহিলা দাখিল মাদ্রাসার সুপার আবু জাফর মো. আব্দুর রহিম, কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইকবল হোসেন এবং ছফিরুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা একাডেমিক সুপারভাইজার মীনা হাবিবুর রহমান বলেন, বর্তমান যুগে কারিগরি ও তথ্যপ্রযুক্তিভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। এ ধরনের প্রশিক্ষণ যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করা হয় এবং প্রশিক্ষণ কার্যক্রমের সফলতা কামনা করা হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬ । ১২:০২ পূর্বাহ্ণ