আসাদ আফ্রিদী: শ্যামনগর উপজেলার আটুলিযা ইউনিয়নের ঐতিহ্যবাহী নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোগান্তির অন্ত নেই।সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠে পানি জমে উঠে হাটু পানি। নিষ্কাশনের পথ না থাকায় এভাবেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে স্কুল আঙ্গিনায় সৃষ্টি হয় জলাবদ্ধতার।
দুর্ভোগ পোহাতে হয় শিক্ষক-শিক্ষার্থীদের। আর এ দুর্ভোগ তাদের নিত্যদিনের সঙ্গী । বিদ্যালয়ের মাঠ তুলনামূলকভাবে নিচু এবং পানি নিষ্কাশনের পথ না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে জলাবদ্ধতা নিরসনে বাস্তবভিত্তিক কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের শরীর চর্চা ও খেলাধুলা ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ছেড়ে মাঠে নামতে পারছে না। এ ছাড়া শিক্ষার পরিবেশও বিনষ্ট হচ্ছে। প্রধান সড়ক থেকে বিদ্যালয়ের মাঠটি কয়েক ফুট নিচু। মাঠটি নিচু হওয়ায় বৃষ্টির দিনে চারদিকের পানি বিদ্যালয়ের মাঠে এসে জমে। মাঠ থেকে পানি নিষ্কাশনের উপায় না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
কয়েকজন শিক্ষার্থী জানান, ‘‘সামান্য একটু বৃষ্টি হলেই মাঠে পানি জমে থাকে। মাঠে পানি থাকার কারণে শ্রেণি কক্ষের বাইরে বের হতে পারি না’’।
শিক্ষার্থী মো: রাকিব হোসেন বলেন,“ বিদ্যালয়ের মাঠে পানি জমে থাকা কারনে ডেঙ্গু মশার প্রকোপ বেড়ে চলেছে। ক্লাস চলাকালীন সময়ে মশার কামড়ে শারীরিক নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে শিক্ষার্থীরা”
।
।জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ে আবদ্ধ হয়ে থাকতে হয়। আমরা দ্রুত আমাদের বিদ্যালয়ের মাঠে মাটি ভরাটের মাধ্যমে মাঠটি সংস্কারের দাবি জানাচ্ছি।
বিদ্যালয়ের মাঠে পানি থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগের শেষ নেই। এলাকাবাসী ডাক্তার মো: আজহারুল বলেন, “দীর্ঘদিন যাবৎ শিক্ষক, শিক্ষার্থীরা এ দুর্ভোগ পোহাচ্ছে। খেলার মাঠটি অনুপযোগী হওয়ায় স্থানীয় যুব সমাজ আজ ধ্বংসের মুখে বিকাল হলে এ মাঠে ৫০ থেকে ৮০ জন ছেলে খেলাধুলা করতো, মাঠে জলবদ্ধতার কারণে যুবক ছেলেরা আজ মোবাইল, জুয়া মাদকাসক্ত হয়ে পড়ছে । সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিদ্যালয়ের মাঠটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৮ জুলাই, ২০২৫ । ৯:৫৫ অপরাহ্ণ