নিজস্ব প্রতিনিধি: উন্নয়ন সংগঠন রূপান্তর সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় ৩০ জুলাই বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে মানব পাচার ও নিরাপদ অভিবাসনে সচেতনতা সৃষ্টির জন্য প্রচারাভিযানসহ নানা ধরণের কার্যক্রম বাস্তবায়ন করছে।
এই প্রচারাভিযান কার্যক্রমের ধারাবাহিকতায় রূপান্তর ২৯ জুলাই মঙ্গলবার বিকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা নাট্যমন্ডব অডিটোরিয়ামে “ডিজিটাল চ্যানেলের মাধ্যমে অভিবাসন ক্ষতির চেয়ে উপকার বেশি নিয়ে আসে” এই বিষয়ের উপর ভিত্তি করে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা সমাপনী পর্বে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তুহিন রায়, ইতিহাস ও সভ্যতা বিভাগের প্রভাষক হাসান মাহমুদ সাকি, রূপান্তর এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ।
বক্তারা বলেন, সচ্ছল জীবনের আশা ও বেকারত্ব থেকে মুক্তি পেতে প্রতি বছর অগণিত তরুণ-তরুণী মানব পাচারের শিকার হচ্ছেন। অনগ্রসর জনপদ ও প্রত্যন্ত অঞ্চলের লোকজন দালাল চক্রের খপ্পরে পড়ে বিপদগামী হয়ে থাকেন। এই মানবপাচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে আমাদের কাজ করতে হবে। নারী-পুরুষ ও শিশুদের জীবনের নিরাপত্তার জন্য মানব পাচার বন্ধ করতে হবে এজন্য সমাজের সচেতন মহলকে শক্তিশালী সামাজিক আন্দলন গড়ে তুলতে হবে। এতে স্থানীয় সরকার প্রতিনিধি, স্থানীয় নেতা, শিক্ষক ও ধর্মীয় নেতাদের সত্রিয় অংশগ্রহন নিশ্চিত করতে হবে। আমাদের রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তবে কেউ যেন অবৈধভাবে বিদেশে গিয়ে মানব পাচারের শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। যারা ফেরত এসেছেন, তাদের পরিবার ও সমাজের উচিত তাদের পাশে দাঁড়ানো, যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নৈয়ায়িক ডিবেট ক্লাবের অর্পা আফরিন, রিফা তাসনিয়া ও হিজবুল্লাহ তামিম। প্রতিযোগিতায় সরকারী দল চ্যাম্পিয়ন, বিরোধী দল রানার্সআপ ও সরকারী দলের মাহামুদ হাসান সেরা বক্তা নির্বাচিত হন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ । ১০:২৪ অপরাহ্ণ