শ্যামনগর সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র-গুলি সহ তিন আসামীকে আটক করেছে কালিগঞ্জ সেনা ক্যাম্পের সদস্যরা। ৬ আগস্ট বুধবার বিকাল ৪ টায় উপজেলার ভেটখালী বাজারে কুতুব উদ্দীনের চায়ের দোকানে এ অভিযান চালায় সেনা সদস্যরা। অভিযানে সেনাবাহিনী ১টি একনলা বন্দুক, ১৪ রাউন্ড শর্ট গানের গুলি, ৩টি বাটন ফোন ও ৩টি স্মার্ট ফোন জব্দ করে।
আটকৃকতরা হলো- শ্যামনগর উপজেলার কালিঞ্চী গ্রামের আবু দাউদ গাজীর পুত্র রবিউল ইসলাম (৪৫), তারানীপুর গ্রামে আব্দুস সবুর শেখের পুত্র আলমগীর হোসেন বাবু (৩৬) ও গোলাখালী গ্রামে মৃত সিয়াদ উদ্দীন মোল্যার পুত্র জামিরুল ইসলাম জামু (৫৫)।
থানা সূত্র মতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টিম ঘটনাস্থলে অভিযান চালিয়ে উক্ত তিন আসামী ও জব্দকৃত অস্ত্র-গুলি উদ্ধার করে কালিগঞ্জ ক্যাম্পে নিয়ে যায়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও আইনী প্রক্রিয়া শেষে কালিগঞ্জ সেনা সদস্যরা ৭ আগস্ট বিকাল ৫ ঘটিকার সময় উল্লেখিত আসামী ও জব্দকৃত মালামাল শ্যামনগর থানায় হস্তান্তর করেন।
শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় শ্যামনগর থানায় মামলা চলমান রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে চোরা চালান, মানব পাচার, অস্ত্র আইন সহ মাদক দ্রব্য আইনের একাধিক মামলা রয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ । ১১:১৫ অপরাহ্ণ