নিজস্ব প্রতিনিধি: আশ্বাস প্রকল্পের আওতায় কাউন্টার ট্রাফিকিং ইন পারসন (সিটিআইপি) অ্যাক্টভিস্টিদের দ্বি-মাসিক সভা ১৪ আগস্ট বৃহস্পতিবার খুলনা রূপান্তর ট্রেনিং সেন্টারে জেলা সিটিআইপি সদস্য ওয়াহিদ মোড়ল রনির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় জেলা আইন সহায়তা কমিটির কাজ ও সারভাইবার সেবার ক্ষেত্রে করণীয় বিষয়ে লার্নিং সেশন পরিচালনা করেন সিনিয়র সহকারী জজ ফারাহ দিবা ছন্দা।
সভায় স্বাগত বক্তব্য ও সভার সারসংক্ষেপ উপস্থাপন করেন রূপান্তরের পরিচালক ও আশ্বস প্রকল্পের ফোকাল পার্সন মিজানুর রহমান পান্না। সভায় গত দুই মাসের কাজের পর্যালোচনা, মাঠ পর্যায়ে কাজ করার ক্ষেত্রে সমস্যা, অর্জন, ও শিক্ষণীয় দিক সমূহ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন প্রোজেক্ট কো-অর্ডিনেটর সুবল ঘোষ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উইনরক ইন্টারন্যাশনালের রিজওনাল ম্যানেজার মাসুদুল আলম, সিটিআইপি সদস্য প্রোমী আক্তার লিজা, মুক্তা পারভীন, ঝুমুর বেগম, আকিব হোসেন, জেরিন তাসমিম, সোনিয়া খাতুন, বখতিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রকল্পের প্রোগাম অফিসার মো: মোশারেফ আলী সোহেল।
সভায় মানব পাচার হতে উদ্ধার প্রাপ্ত নারী ও পুরুষদের সনাক্তকরণ, সহায়তা প্রদান এবং পূনর্বাসন পরিসেবাগুলি সাথে রেফার করে সারভাইভারদের সকল প্রকার সেবা নিশ্চিতকরণের জন্য সকলে একমত পোষন করেন। কেসিসি, ফুলতলা, দিঘলিয়া, তেরোখাদা ও রূপাসা উপজেলার মানব পাচার হতে ফিরে আসা ব্যক্তি, ইউনিয়ন তথ্য কেন্দ্র্রের সদস্য, ইয়োথ লিডার, স্থানীয় সাংস্কৃতিক কর্মী, ইউনিয়ন মানব পাচার কমিটির সদস্য, নারী নেত্রী, কমিউনিটি পর্যায়ে সেচ্ছাসেবকগণ অংশগ্রহন করেন। উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকার এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে খুলনা, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহ জেলায় ‘রূপান্তর’ মাঠ পর্যায়ে কাজ করছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫ । ৯:৩১ অপরাহ্ণ