রংমহল ফর ইয়ুথ-এর আয়োজনে কমিউনিটি লেভেল ডায়লগ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫ । ৯:৪৩ অপরাহ্ণ

‎নিজস্ব প্রতিনিধি: The Earth (UK in Bangladesh) ও Eco Leaders Program এর সহযোগিতা উপকূলীয় জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চলের মানুষের জন্য টেকসই ও সবুজ জীবিকা গড়ে তুলতে “কোস্টাল গ্রীনস: স্পিরুলিনা চাষের মাধ্যমে সম্প্রদায়ের ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় ১৪ আগস্ট শ্যামনগর উপজেলার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হলো এক কমিউনিটি লেভেল ডায়লগ সেশন।
‎ইভেন্টটির মূল লক্ষ্য ছিল প্রকল্পের অর্জন, অভিজ্ঞতা ও প্রভাব তুলে ধরা এবং স্থানীয় নীতি-নির্ধারক, প্রশাসন, গণমাধ্যম, যুব নেতৃত্ব ও পরিবেশকর্মীদের সাথে অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণ।
‎অনুষ্ঠানে অংশ নেন রঙমহল ফর ইয়ুথসহ সাতক্ষীরার বিভিন্ন এলাকার উদ্যোক্তা ও তরুণেরা, যারা পরিবেশ সংরক্ষণমূলক নানা কার্যক্রমের সঙ্গে যুক্ত। নতুন উদ্যোক্তারা বিকল্প জ্বালানি উৎপাদন, কাঁকড়া রপ্তানি ইত্যাদি উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। রঙমহল ফর ইয়ুথ তাদের চলমান স্পিরুলিনা চাষ প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা শেয়ার করে।
‎ব্রিটিশ হাইকমিশনের সহযোগিতায় এবং The Earth পরিচালিত ইকো লিডার্স প্রোগ্রাম এর আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত রঙমহল ফর ইয়ুথ দল ‘কোস্টাল গ্রীনস’ নামে স্পিরুলিনা চাষ ও বাজারজাতকরণ শুরু করেছে। ইতিমধ্যে তারা ছয়টি উদ্যোক্তা পরিবারকে চাষের প্রশিক্ষণ ও উপকরণ প্রদান করেছে।
‎উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইভেন্টে জানান, রঙমহলের এই উদ্যোগ তিনি জাতীয় পর্যায়ে উপস্থাপন করবেন এবং ভবিষ্যতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রমে অন্তর্ভুক্ত করার জন্য কাজ করবেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরুণদের জন্য তাঁর বিভাগের কার্যক্রম উপস্থাপন করেন এবং সমাজসেবা অধিদপ্তরের আওতায় সহায়তার সুযোগ নিয়ে আলোচনা করেন।
‎অনুষ্ঠানে The Earth-এর নির্বাহী পরিচালক জানান, ভবিষ্যতে তরুণ উদ্যোক্তাদের পণ্য The Earth-এর ব্যানারে প্রদর্শন ও বাজারজাতকরণ করা হবে, যাতে তাদের ব্যবসা শক্ত ভিত্তি পায় ও বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হয়।
‎অনুষ্ঠানটি কমিউনিটি পার্টনার হিসেবে সহযোগিতা করছে শরুব ইয়ুথ টিমের ফাউন্ডার এসএম জান্নাতুল নাঈম, ইয়ুথ ফর সুন্দরবনে আহ্বায়ক আশিকুর রহমান ও মুন্তাকিমুল ইসলাম রুহানি।
‎উভয় সংগঠন স্থানীয়ভাবে সচেতনতা, অংশগ্রহণ ও কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা প্রদান করছে।
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের উপকারভোগী পরিবার, যুব উদ্যোক্তা, স্থানীয় দোকানদার, অনলাইন মার্কেটপ্লেস প্রতিনিধি, মিডিয়া কর্মী, প্রশাসন ও সুশীল সমাজের সদস্যরা। বক্তারা মনে করেন, এ ধরনের সংলাপ স্থানীয় উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার উৎস হবে এবং পরিবেশবান্ধব ব্যবসা সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হান্নান ॥ ঠিকান: শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা। মোবাঃ +8801718-758990, বিজ্ঞাপন: , ই-মেইল: hannanbd032@gmail.com ॥  ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম

প্রিন্ট করুন