নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি বলেন, তারেক রহমানের দর্শন অনুযায়ী, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ – এই নীতিতে বিএনপি বিশ্বাস করে।
শনিবার খুলনার শীতলাবাড়ি মন্দিরে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা আয়োজিত আলোচনা সভা ও র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হেলাল বলেন, কিছু নিকৃষ্ট রাজনীতিবিদ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যে বিভেদ তৈরি করে। বিএনপি এই বিভেদ দূর করতে চায়। তিনি বলেন, “আমরা হিন্দু হই, মুসলিম হই, বৌদ্ধ হই, খ্রিস্টান হই, এই ৫৫,৫৯৮ বর্গমাইলে আমরা সবাই বাংলাদেশী।”
তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, বাংলাদেশে রাষ্ট্রে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার রয়েছে। মেধার ভিত্তিতে চাকরিতে পদোন্নতি পাওয়ার ক্ষেত্রেও কোনো বৈষম্য করা হবে না।
বিএনপি নেতা আরও বলেন, ৫ই আগস্টের পরে পূজা উদযাপন নিয়ে অনেকের মধ্যে সংশয় দেখা দিয়েছিল। বিএনপি সেই সংশয় দূর করতে হিন্দু ভাইদের সাথে লাগাতার বৈঠক করেছে এবং তাদের পাশে থেকেছে।
মসজিদ থেকে আজানের ধ্বনি এবং মন্দির থেকে ঘণ্টার ধ্বনি এক হয়ে সম্প্রীতির উদাহরণ তৈরি করে উল্লেখ করে হেলাল বলেন, যুগ যুগ ধরে হিন্দু ও মুসলমানরা একসাথে বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করে আসছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে খুলনা সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী বিপ্রোনন্দনজী (ধ্রুব) মহারাজ,খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা,মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন,বাংলাদেশ সরকারের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি প্রকৌশলী সতেন্দ্রনাথ দত্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা শ্রী বিজয় কুমার ঘোষ, শ্রী শ্রী শীতলামাতা ঠাকুরানী মন্দির কমিটির সভাপতি শ্রী সুজিত সাহা এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ । ১১:২৫ পূর্বাহ্ণ