সাভার প্রতিনিধি : ২০ আগষ্ট ২০২৫ মঙ্গলবার বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তর এর বাস্তবায়নে আশুলিয়া ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে সিবিসিপিসি ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সভাপতি বিগত সভার সিদ্ধান্ত সমূহ পাঠ করেন এবং সংযোজন বিয়োজন মধ্যদিয়ে রেজুলেশনটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। শিশু সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা সভাপতির দায়িত্বে ছিলেন সিবিসিপিসি সভাপতি ও চেয়ারম্যান- গ্রামীণ আদালত মোঃ বেলায়েত হোসেন মোল্লা। কমিউনিটি ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির দায়িত্ব-কর্তব্য এবং প্রকল্পের কার্যক্রম নিয়ে সামগ্রিক বিষয়ে আলোচনা করেন উন্নয়ন সংস্থা রূপান্তরের জেলা সমন্বয়কারী মোঃ আতাবুর রহমান টিপু।
শিশু পাচার ও নানাভাবে যৌনতার শিকার শিশুদের সুরক্ষায় বিষয়ে সভায় আলোচনা যাদের জন্মনিবন্ধন নাই তারা রাষ্ট্রের সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে। তাই বাধ্যতামূলক সবাইকে জন্মনিবন্ধন করতে হবে। সেক্ষেত্রে কমিউনিটি-ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্যদের এই কাজে অবশ্যই ভূমিকা রাখতে হবে। সভায় আলোচনা হয় জন্মনিবন্ধন অনলাইন সার্টিফিকেট ছাড়া কোন শিশুকে ১৮ বছরের বিবাহ দেওয়া যাবে না। সেক্ষেত্রে শিশুর সহায়তায় হেল্প নাম্বার ১০৯৮ ও ১০৯-এ কল করতে হবে। পাশাপাশি আশুলিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক ও নির্বাচিত জনপ্রতিনিধিদের জানাতে হবে। এরপর আলোচনা হয় শিশু পাচার, শিশু যৌন শিকার, শিশু শ্রম, জন্মনিবন্ধন ও বাল্যবিবাহ রোধে কমিটির সদস্যরা প্রতিটি বিদ্যালয় মা-সমাবেশে ও ছাত্র-ছাত্রীদের সচেতনতা কার্যক্রম বাস্তবায়ন করবে। এলাকার সকল শ্রেনীর মানুষদের সমন্বয়ে পাড়া পাড়ায় উঠান-বৈঠাক, মসজিদের জুমার নামাজের খুদবার সময় আলোচনা করবে।
আন্তর্জাতিক দাতা সংস্থা দি ফ্রিডম ফান্ডের সহায়তায় উন্নয়ন সংগঠন রূপান্তর এই প্রকল্পের বাস্তবায়ন করছে। প্রকল্পটি ঢাকা জেলার সাভার উপজেলায় ধামসোনা, আশুলিয়া ইউনিয়ন এবং সাভার পৌরসভায় পরিচালিত হচ্ছে। সভাটি সার্বিক সহযোগিতায় ছিলেন ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ শামসুল হক।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২০ আগস্ট, ২০২৫ । ৯:১৮ অপরাহ্ণ