মো: সোহেল আহম্মেদ: ২৩ আগষ্ট ২০২৫ শনিবার সকাল ১০.০০ টায় সাতক্ষীরা জেলার ম্যানগ্রোভ সভাঘরে রূপান্তরের আয়োজনে সাতক্ষীরা জেলা সিটিআইপি সদস্যদের দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয় । সভায় সিটিআইপি সদস্য মাসুদ করিমের সভাপতিত্বে ও সাফিরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের জনশক্তি সার্ভে অফিসার মোঃ আব্দুল মজিদ উপস্থিত থেকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরামর্শ প্রদান এবং তাদের সেবা গুলো সম্পর্কে অবহিত করেন ।
সভায় গত দুই মাসের কাজের পর্যালোচনা মাঠ পর্যায়ে কাজ করার ক্ষেত্রে সমস্যা ,অর্জন ও শিক্ষনীয় দিক সমূহ বিষয়ে আলোচনা ও ফলোআপ করেন প্রোজেক্টে ম্যানেজার দীপ্তি রায়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন সাম্মি আক্তার , আসমাউল হুসনা,পূজা সরকার, মনিরুজ্জামান টিটু, সোহেল আহমেদ , আলামিন, কর্ন বিশ্বাস প্রমুখ ।
সভায় সারভাইভার শনাক্তকরন , সহায়তা প্রধান এবং পুনর্বাসন পরিষেবাগুলির সাথে রেফার করে সার্ভাইভারদের সকল প্রকার সেবা নিশ্চিতকরণের জন্য সকলেই একমত পোষণ করেন। পাশাপাশি অংশগ্রহণকারীরা আগামী দুই মাসে তাদের কর্ম পরিকল্পনা প্রনয়ন করেন। উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি এসডিসির অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রুপান্তর মাঠ পর্যায়ে কাজ করছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ । ৪:০১ অপরাহ্ণ