বিসিবি প্রেসিডেন্ট নির্বাচন, আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল মুখোমুখি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ । ৯:১৫ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক: অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল। আমিনুল ইসলাম বর্তমানে বিসিবি প্রেসিডেন্ট রয়েছেন। সবার সমর্থন থাকলেই তিনি ভোটে আসবেন। অন্যদিকে তামিম প্রস্তুতি শুরু করেছেন আগেই। অনেক ক্লাবের সঙ্গে তার কথাও হয়েছে।

বিপিএল তদন্ত প্রতিবেদন নিয়েও আলোচনা হয়েছে বোর্ড সভায়। আলোচনার পর নতুন করে চার সদস্যের কমিটি গঠন করার কথা জানান তিনি।

নাজমুল আবেদীন ফাহিম জানান, আগের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির প্রতিবেদন রিভিউ করে এই কমিটি আইনি কাঠামোর আলোকে বিসিবির করণীয় ঠিক করতে সুপারিশ করবে। গতকাল সিলেটে ক্রিকেট বোর্ডের সভা ছিল। সেখানে কিছু বিষয়ে আলাপ হয়েছে। ক্রিকেট বোর্ডের সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘অক্টোবরের প্রথম সপ্তাহেই বিসিবি’র নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন-ক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। এই কমিশন গঠনের দায়িত্ব থাকছে বোর্ড সভাপতির হাতে। তিন সদস্যের কমিশন দুই-তিন দিনের মধ্যেই গঠিত হবে। কমিশন বসার পরই আনুষ্ঠানিকভাবে নির্ধারণ হবে ভোটের দিন-তারিখ।’

আম্পায়ার সাইমন টোফেলকে নিয়ে আসবে ক্রিকেট বোর্ড। তাকে বিসিবির আম্পায়ারিং ও ম্যাচ অফিসিয়াল বিভাগ উন্নয়নের জন্য আনার সিদ্ধান্ত হয়েছে। দুই বছরের চুক্তিতে তিনি থাকবেন মাঠের ম্যাচ রেফারি, আম্পায়ার ও অফিসিয়ালদের ট্রেনিং, গ্রেডিং এবং টেকনিক্যাল কোর্স চালুর দায়িত্বে। বিদেশি কোম্পানির হাতেই যাচ্ছে বিপিএল পরিচালনার দায়িত্ব। নানা প্রক্রিয়া শেষে তিন বছরের জন্য বিপিএলের দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আইএমজি।

এর আগে বিসিবির বিজ্ঞাপনে সাড়া দিয়ে ভারতের রিয়াল ইমপ্যাক্ট, পাকিস্তানের অ্যাপেক্স স্পোর্টস, যুক্তরাষ্ট্রের আইএমজি ও অ্যাবসুলেট লেজেন্ডস স্পোর্টস, আমেরিকা ও বাংলাদেশি প্রতিষ্ঠান আইপিজি গ্রুপ, মাইন্ড ট্রি লিমিটেড এবং ট্র্যান্সপোর্ট গ্রুপসহ মোট সাতটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছিল।

মাসখানেক আগে পাঁচটি প্রতিষ্ঠানের প্রেজেন্টেশন নেওয়ার পর সবশেষ তিনটি প্রতিষ্ঠান বিসিবির সংক্ষিপ্ত তালিকায় জায়গা পায়। এরপর গেল মাসে অনুষ্ঠিত হয় বিসিবির বোর্ড মিটিং। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছিলেন দিনদুয়েক সময় লাগার কথা। তিনি বলছিলেন, ‘আমরা মিটিংয়ে অনেক আলোচনা করেছি তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও দুই-তিন দিন সময় লাগবে।’

সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হান্নান ॥ ঠিকান: শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা। মোবাঃ +8801718-758990, বিজ্ঞাপন: , ই-মেইল: hannanbd032@gmail.com ॥  ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম

প্রিন্ট করুন