দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা ইউনিয়নে রূপান্তরের আয়োজনে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫ । ৯:০০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : আশ্বাস প্রকল্পের সহায়তায় দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সভা ১০ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় আড়ংঘাটা ইউনিয়ন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্বে করেন ইউপি চেয়ারম্যান এস এম ফরিদ আক্তার।
‎‎সভার সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্ত নবনীতা দত্ত ও দিঘলিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি ওয়াহিদ মুরাদ। শুরুতেই গত সভার রেজুলেশন পাঠ ও সভার মূল বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন অত্র ইউনিয়নের সহকারী প্রশাসনিক কর্মকর্তা রেজওয়ানা রশিদ। আলোচনায় অংশ নেন ইউপি সদস্য রেজাউল শেখ, হায়দার অলী, রাজু আহম্মেদ, ফারজানা বিউটি, শিউলি আক্তার, স্বাস্থ্য সহকারী শাহানাজ পারভীন, উপসহকারী কৃষি কর্মকর্তা মনিষা মন্ডল, আড়ংঘাটা জামে মসজিদে ইমাম মো: মাহামুদুল্লাহ, ম্যারেজ রেজিস্ট্রার মহিউদ্দিন আহম্মেদ, সমাজ সেবক ফারজানা বেগম, শিক্ষক ইয়ার হোসেন, নারী নেত্রী তানিয়া বেগম প্রমুখ।
‎‎সভায় মানব পাচারের প্রভাব/ধরণ, পাচারের কৌশল, ঝুঁকিপূর্ণ কমিউনিটি, আমাদের করনীয় ও ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত বাজেট থেকে সারভাইবারদের সহায়তা এবং জনসচেতনতা মূলক সভা সেমিনার বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।
‎‎সভায় আলোচকগণ বলেন, মানব পাচার প্রতিরোধ ও মানব পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষায় আড়ংঘাটা ইউনিয়ন পরিষদ আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রয়োজনীয় সব সেবা কার্যক্রম নিশ্চিত করা কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না। এর জন্য সেবা প্রদানকারী সরকারি ও বেসরকারি সকল সংগঠন ও প্রতিষ্ঠানের মধ্যে আন্ত:যোগাযোগ ও সমন্বিতভাবে কাজ করতে হবে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হান্নান ॥ ঠিকান: শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা। মোবাঃ +8801718-758990, বিজ্ঞাপন: , ই-মেইল: hannanbd032@gmail.com ॥  ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম

প্রিন্ট করুন