খুলনার আড়ংঘাটা ইউনিয়নে নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে তথ্য কর্ণার উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫ । ৯:০৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: আজ ১০ সেপ্টেম্বর বুধবার সকালে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির উদ্যোগে নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে তথ্য কর্ণার উদ্বোধন ও সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়। তথ্য কর্ণার উদ্বোধন করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান এস এম ফরিদ আক্তার। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্ত ও উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য সচিব নবনীতা দত্ত ও রূপান্তর আশ^াস প্রকল্পের প্রোগাম অফিসার মো: মোশারেফ আলী সোহেল।
আলোচনায় অংশ নেন ইউপি সদস্য রেজাউল শেখ, হায়দার অলী, রাজু আহম্মেদ, ফারজানা বিউটি, শিউলি আক্তার, স্বাস্থ্য সহকারী শাহানাজ পারভীন, উপসহকারী কৃষি কর্মকর্তা মনিষা মন্ডল, আড়ংঘাটা জামে মসজিদে ইমাম মো: মাহামুদুল্লাহ, ম্যারেজ রেজিস্ট্রার মহিউদ্দিন আহম্মেদ, সমাজ সেবক ফারজানা বেগম, শিক্ষক ইয়ার হোসেন, নারী নেত্রী তানিয়া বেগম প্রমুখ।
‎‎সচেতনমূলক সভায় মানব পাচার প্রতিরোধে আমাদের করনীয় ও ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত বাজেট থেকে সারভাইবারদের সহায়তা এবং জনসচেতনতা মূলক সভা বাস্তবায়নে আলোচনা করা হয়। সভায় আলোচকগণ বলেন, মানব পাচার প্রতিরোধ ও মানব পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষায় আড়ংঘাটা ইউনিয়ন পরিষদ আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আলোচকগণ আরও বলেন, তথ্য কর্ণারের মূল উদ্দেশ্য হলো, বিদেশ যাওয়ার আগে সকল তথ্য জেনে এবং বুঝে সঠিকভাবে প্রস্তুতি নিয়ে যাওয়া, যাতে তারা প্রতারিত না হয় এবং বিদেশে গিয়ে সুস্থভাবে জীবনযাপন করতে পারে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হান্নান ॥ ঠিকান: শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা। মোবাঃ +8801718-758990, বিজ্ঞাপন: , ই-মেইল: hannanbd032@gmail.com ॥  ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম

প্রিন্ট করুন