সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স এ বিশাল নিয়োগ ২০২৫

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ । ২:১৮ অপরাহ্ণ

চাকরীর সময়:  সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স নিয়োগ ২০২৫ এ আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। এই সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স চাকরিতে আবেদনপত্র দেওয়া কোন তথ্য যাতে ভুল না হয় এদিকে

খেয়াল রেখে সঠিকভাবে আবেদন সম্পন্ন করতে হবে। কেননা সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স চাকরির

মনোনয়ন পেতে অবশ্যেই সঠিকভাবে আবেদন করা লাগবে।

সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স চাকরির অনলাইন আবেদন চলবে নির্দিষ্ট সময় ব্যাপী। এই সময়ের মধ্যে https://sherpur.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে সকল শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের (National ID Card) তথ্য, রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি (Signature Photo) দিয়ে আবেদন করুন।

কর্তৃপক্ষের ওয়েবসাইট  https://ccdabd.org/

 

সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হান্নান ॥ ঠিকান: শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা। মোবাঃ +8801718-758990, বিজ্ঞাপন: , ই-মেইল: hannanbd032@gmail.com ॥  ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম

প্রিন্ট করুন