মো: মোশারেফ আলী সোহেল:আজ সোমবার রাত পৌনে ৮ টার দিকে নগরীর ২ নং কাস্টমঘাট এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনার পরপর ঘটনাস্থলে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে।
নিহত ইমরান মুন্সি মুন্সিপাড়া দ্বিতীয় গলির বাসিন্দা বাবুল মুন্সির ছেলে। এছাড়া তিনি ইট বালুর ব্যবসা করতেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত পৌনে ৮ টার দিকে ইমরান নতুন বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তার গতিরোধ করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
দুর্বৃত্তরা তাকে হত্যার পর মোটরসাইকেল চালিয়ে পুলিশ লাইনের দিকে চলে যায়। এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বিভিন্নস্থান থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করার চেষ্টা চলছে ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ । ১০:০৫ পূর্বাহ্ণ