খুলনায় মানব পাচার প্রতিরোধ কমিটির সম্বেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫ । ৫:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: নগরীর কারিতাস সম্মেলনকক্ষে ৩রা ডিসেম্বর বুধবার সকালে মানব পাচার প্রতিরোধে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে কার্যকর সমন্বয় এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহনের লক্ষ্যে রূপান্তরের আয়োজনে আশ^াস প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির সম্বেলন ২০২৫ অনুষ্ঠিত হয়।
রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। আলোচনায় আরো অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল মো: খায়রুল আনাম, জেলা প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ধীপেন সাথক রনি, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহাকারী পরিচালক ইকবাল হোসেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, দিঘলিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, দিঘলিয়া ফুলতলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, দিঘলিয় ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়ল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল বলেন,জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সম্বেলনে বক্তারা বলেছেন জেনে-বুঝে বৈধ উপায়ে বিদেশ যেতে হবে। অতিউৎসাহী বা অবৈধভাবে বিদেশ যাওয়া যাবে না। বর্তমান সময়ে মানব পাচার সবচেয়ে নৃশংস অপরাধগুলোর মধ্যে একটি। পাচাররোধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে মানব পাচার প্রতিরোধ করা সম্ভব।
আলোচনায় অন্যান্য ব্যক্তিগণ বলেন, ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপসহ নানা ডিজিটাল প্ল্যাটফর্ম আমাদের জীবনকে সহজ করেছে, কিন্তু এর আড়ালেই লুকিয়ে আছে ভয়ংঙ্কর মানব পাচারকারী চক্র। এই চক্রের এজেন্টরা (দালাল) টিকটক, লাইকি, ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অ্যাপস ব্যবহার করে নারী ও শিশুদের সাথে বন্ধুত্ব গড়ে তোলে এবং দেশে-বিদেশে লোভনীয় চাকরিসহ নানা প্রলোভন দেখিয়ে তাদের পাচার করছে। পাচারের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে মানব পাচার প্রতিরোধ করা সম্ভব। অনুষ্ঠানে উপজেলা ও জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্ক সদস্য, সাংবাদিক, সারভাইভার, মানব পাচার প্রতিরোধ সক্রিয় কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর সুবল কুমার ঘোষ ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রোগাম অফিসার মো: মোশারেফ আলী সোহেল।

সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হান্নান ॥ ঠিকান: শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা। মোবাঃ +8801718-758990, বিজ্ঞাপন: , ই-মেইল: hannanbd032@gmail.com ॥  ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম

প্রিন্ট করুন