প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ । ৬:০১ অপরাহ্ণ

শ্যামনগর ব্যুরো: প্লাস্টিক ও পলিথিন দূষণ থেকে সুন্দরবন সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে “শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে।
‎
‎ইকো সুন্দরবন প্রকল্পের আওতায় ০৮ ডিসেম্বর ২০২৫ সোমবার সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে এ সভা আয়োজন করা হয়।
‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সামিউল মনির, রূপান্তরের ম্যানেজার তসলিম আহম্মেদ টংকর, জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, শিক্ষক রণজিৎ বর্মন,সাংবাদিক আব্দুল হান্নান প্রমুখ।
‎প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষায় প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে অবহিত করা এবং বিকল্প ব্যবহার প্রচলন করা এখন সময়ের দাবি। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমন্বিত উদ্যোগ নিলে এ দূষণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
‎সভাটি সঞ্চালনা করেন রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। তিনি মাঠপর্যায়ে অর্জিত অভিজ্ঞতা, সম্প্রদায়ের আচরণগত পরিবর্তন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন এবং কার্যকর সমাধান নিয়ে আলোচনা করেন।
‎রূপান্তরের ম্যানেজার তসলিম আহমেদ টংকর বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণ নিয়ন্ত্রণে কমিউনিটি-ভিত্তিক কার্যক্রম, সচেতনতা, পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারে উৎসাহিত করার উদ্যোগ ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
সভায় ইয়ুথ ফর সুন্দরবন যুব স্বেচ্ছাসেবী, কমিউনিটি প্রেট্রোল গ্রুপের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ , সাংবাদিকবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হান্নান ॥ ঠিকান: শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা। মোবাঃ +8801718-758990, বিজ্ঞাপন: , ই-মেইল: hannanbd032@gmail.com ॥  ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম

প্রিন্ট করুন