নিজস্ব প্রতিনিধি: আজ সোমবার সকাল ১১টায় ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটি (সিটিসি) এর দ্বিমাসিক সভা এবং দামোদর ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির উদ্যোগে নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে তথ্য কর্ণার উদ্বোধন করা হয়। তথ্য কর্ণার উদ্বোধন করেন ফুলতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদ রেজা।
উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে এবং আশ্বাস প্রকল্পের আওতায় এই সভা আয়োজন করা হয়। তথ্য কর্ণার উদ্বোধন শেষে অত্র ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূইয়ার এর সভাপতিত্বে সিটিসির সভা অনুষ্ঠিত হয়। সভায় মানব পাচারের ধরণ, পাচারের কৌশল, ঝুঁকিপূর্ণ কমিউনিটি, আমাদের করনীয় ও ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত বাজেট থেকে সারভাইবারদের সহায়তা এবং জনসচেতনতা মূলক সভা সেমিনার ও মাইকিংসহ বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচনা সভায় অংশ নেন ইউপি সদস্য মো:শামীম সরদার, ইব্রাহীম গাজী, মো: সাইফুল ইসলাম, ডালিয়া বেগম, লিপি খাতুন, দামোদর রেলগেট জামে মসজিদের ইমাম গোলাম রসুল, ফুলতলা উপজেলা প্রেসক্লাবে সভাপতি শামসুল আলম খোকন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা জিয়ারত হোসেন জিয়া, আশ্বাস প্রকল্পের প্রোগাম অফিসা মো: মোশারেফ আলী সোহেল, কমিউনিটি ফ্যাসিলেটেটর মিতা মজুমদার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানব পাচার প্রতিরোধে প্রয়োজন আইন প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি, শক্তিশালী আইনি কাঠামো এবং সরকার ও সমাজের সমন্বিত প্রচেষ্টা; এর জন্য ‘মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২’ অনুযায়ী কঠোর শাস্তির বিধান আছে এবং পাচারের কারণ (দারিদ্র্য) দূর করতে আয়বর্ধক প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রম (হাট-বাজার, উঠান বৈঠক) ও আন্তর্জাতিক সহযোগিতা জরুরি, যাতে করে ভুক্তভোগীদের সুরক্ষা দেওয়া যায়। তথ্য কর্ণারের মূল উদ্দেশ্য হলো, বিদেশ যাওয়ার আগে সকল তথ্য জেনে এবং বুঝে সঠিকভাবে প্রস্তুতি নিয়ে যাওয়া, যাতে তারা প্রতারিত না হয় এবং বিদেশে গিয়ে সুস্থভাবে জীবনযাপন করতে পারে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ । ৬:০৯ অপরাহ্ণ