খুলনায় রূপান্তরের আয়োজনে সিটিআইপি’র দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ । ৭:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: আশ্বাস প্রকল্পের আওতায় কাউন্টার ট্রাফিকিং ইন পারসন (সিটিআইপি) অ্যাক্টভিস্টিদের দ্বি-মাসিক সভা ১০ই ডিসেম্বর বুধবার খুলনা রূপান্তর ট্রেনিং সেন্টারে সিটিআইপি সদস্য সুমি খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় খুলনা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর কার্যক্রম ও সারভাইবার সেবার ক্ষেত্রে করণীয় বিষয়ে লার্নিং সেশন পরিচালনা করেন সহকারী পরিচালক মো : খালেদুর রহমান।
সিটিআইপি সদস্য আয়শা দেওয়ান এর সঞ্চলনায় গত দুই মাসের কাজের পর্যালোচনা, মাঠ পর্যায়ে কাজ করার ক্ষেত্রে সমস্যা, অর্জন, ও শিক্ষণীয় দিক সমূহ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন প্রোজেক্ট কো-অর্ডিনেটর সুবল ঘোষ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিটিআইপি সদস্য প্রোমী আক্তার লিজা, মাবিয়া খাতুন, আলভী শেখ, মুক্তা পারভীন, আয়শা দেওয়ান ও তন্দ্রা দাস বখতিয়ার রহমান প্রমুখ।
‎সভায় মানব পাচার হতে উদ্ধার প্রাপ্ত নারী ও পুরুষদের সনাক্তকরণ, সহায়তা প্রদান এবং পূনর্বাসন পরিসেবাগুলি সাথে রেফার করে সারভাইভারদের সকল প্রকার সেবা নিশ্চিতকরণের জন্য বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকার এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে খুলনা, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহ জেলায় ‘রূপান্তর’ মাঠ পর্যায়ে কাজ করছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হান্নান ॥ ঠিকান: শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা। মোবাঃ +8801718-758990, বিজ্ঞাপন: , ই-মেইল: hannanbd032@gmail.com ॥  ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম

প্রিন্ট করুন