খুলনায় সিটিএন সদস্যদের ত্রৈমাসিক সভায় বক্তারা মানব পাচারের বিরুদ্ধে সোচ্চার হলে আমরা একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে পারবো

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ । ৬:২৩ অপরাহ্ণ

‎নিজস্ব প্রতিনিধি: মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ের সিটিএন সদস্যদের ত্রৈমাসিক সভায় বক্তারা বলেছেন, মানব পাচার একটি জাতীয় এবং আন্তর্জাতিক সমস্যা। সবাই মিলে এর বিরুদ্ধে সোচ্চার হলে আমরা একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে পারবো। বক্তারা মানব পাচার প্রতিরোধে সম্মিলিতভাবে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান। বক্তারা আরও বলেন, সঠিক তথ্য জেনে বিদেশে গেলে প্রতারণার খপ্পরে পড়ার আশংকা থাকে না।
মানব পাচার প্রতিরোধে এনজিও ও সিএসও প্রতিষ্ঠানের মধ্যে টেকসই সমন্বয় স্থাপন ও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০ টায় খুলনা নগরীর জেলা সমাজসেবা কমপ্লেক্স অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে জেলা পর্যায়ে কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ইকবাল হোসাইন। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংসস্থার সমন্বয়কারী এ্যাড. মোমিনুল ইসলাম, ব্র্যাক এর অশোক বালা, মাসাস-এর নির্বাহী পরিচালক শামীমা সুলতানা শিলু, ধ্রুব সংস্থার নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগী, নাগরিক ফোরামের সাধারন সম্পাদক এস এম ইকবাল হাসান তুহিন, ব্লাষ্ট’র কো-অর্ডিনেটর ফাতেমা খন্দকার রিমা, ঢাকা আহছানিয়া মিশনের মো : ইসমাইল হোসেন, জেজেএস’র তাসলিমা খানম, দলিত সংস্থার ফারহানা আক্তার, দৈনিক পূর্বঞ্চল রিপোর্টর দিলীপ বর্মন, নবলোক’র মুক্তা বিশ্বাস, অগ্রগতী সংস্থার মো : সাইফুল ইসলাম, সিটিআইপি সদস্য সুমি খাতুন, রঙমহল ফর ইয়ুথ’র রহিমা খুতুন, শিরোমনি ইয়ুথ’র প্রমী আক্তার লিজা, কারিতাস বাংলাদেশের লিমন রায় প্রমুখ। সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে আশ্বাস প্রকল্পের আওতায় রূপান্তরের আয়োজন করে এই সভা।
সভায় বক্তারা আরও বলেন, মানব পাচার একটি গুরুতর অপরাধ। যা শুধু মানুষের মৌলিক অধিকার লঙঘন করে না, বরং একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলে। মানব পাচারে শিকার ব্যক্তির উদ্ধার থেকে শুরু করে তার ন্যায়বিচার নিশ্চিত করা এবং মানসিক, সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষার জন্য সেবা প্রদানকারী সরকারি ও বেসরকারি সকল সংগঠন ও প্রতিষ্ঠানের মধ্যে আন্ত: যোগাযোগ ও সমন্বিতভাবে কাজ করতে হবে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হান্নান ॥ ঠিকান: শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা। মোবাঃ +8801718-758990, বিজ্ঞাপন: , ই-মেইল: hannanbd032@gmail.com ॥  ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম

প্রিন্ট করুন