নিজস্ব প্রতিনিধি: “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ শিরোনামে গনসচেতনতা মূলক পটগান ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৩টায় খুলনা করিগরি প্রশিক্ষণ কেন্দ্র চত্ত্বর ও সন্ধ্যায় আড়ংঘাটা সার্বজনীন দূর্গা পূজা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
আশ্বাস প্রকল্পের আওতায় রূপান্তর থিয়েটারের পরিবেশনা এই পটগানে মানব পাচারের কারন, মানব পাচারের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠি, মানব পাচারের প্রভাব, পাচারকারীর শাস্তি ও নিরাপদ অভিবাসন ইত্যাদি বিষয়ে গানে গানে ও নাটকের মাধ্যমে তুলে ধরা হয়।
খুলনা করিগরি প্রশিক্ষণ কেন্দ্র চত্ত্বরে পটগান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিটিসির অধ্যাক্ষ মো: জিয়াউর রহমান, চীফ ইন্সট্রাক্টর মো: রিয়াজ শরীফসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং আড়ংঘাটা সার্বজনীন দূর্গা পূজা মাঠে উপস্থিত ছিলেন আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ফরিদ আক্তার, ইউপি সদস্য রাজু আহমেদ, জিল্লুর মোড়ল, তাসলিমা বেগম, ফারজানা বিউটি, হায়দার আলী, আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ, প্রোগাম অফিসার মো: মোশারেফ আলী সোহেল, কমিউনিটি ফ্যাসিলেটেটর মিতা মজুমদার প্রমুখ। অনুষ্ঠান শেষে পটগান সম্পর্কিত কুইজ পর্বে সঠিক উত্তর দিয়ে মো: মারুফ খাতুন, হুছনা খাতুন, সরস্বতী ও কৃষ্ণা মন্ডল বিজয়ী হন। উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে খুলনা জেলায় ‘রূপান্তর’ মাঠ পর্যায়ে কাজ করছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ । ৯:৪৪ অপরাহ্ণ