জেলা প্রতিনিধি :
শরীয়তপুর জেলায় জেলা প্রশাসন কর্তৃক গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা, রোজ মঙ্গলবার ( ২৩ ডিসেম্বর) ২৫ খ্রি: সকাল ১০.০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, শরীয়তপুর অনুষ্ঠিত হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন জনাব মিজ তাহসিনা বেগম, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট, শরীয়তপুর জেলা।
উক্ত আউটরিচ বা প্রচার কার্যক্রম বিষয়ক সমন্বয় সভার সুনির্দিষ্ট উদ্দেশ্য সমুহ:
১. উপপরিচালক, স্থানীয় সরকার এর নেতৃত্বে স্থানীয় র্পযায়ে কর্মরত বিভিন্ন সরকারি-বেসরকারী সংস্থা, সুশীল সমাজ, বিভন্নি শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, যুব সংগঠনসমূহ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাথে যোগাযোগ ও সমন্বয় স্থাপন করা এবং তাদের নিয়মিত/ধারাবাহিক কার্যক্রমের সাথে ’গ্রাম আদালত’ বিষয়টি সম্পৃক্ত করার দিক- নির্দেশনা দেওয়া ও তাদরে প্রতিশ্রুতি আদায়ে উৎসাহিত করা।
২. জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত উল্লেখিত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের গ্রাম আদালত বিষয়ক আইন ও বিধিমালা বিষয়ে ধারনা প্রদান করা যাতে তারা তাদের সুবিধাভোগীদের গ্রাম আদালতের সেবা বিষয়ক মুল বার্তা পৌছে দিতে পারে।
৩. সমন্বয় সভার মাধ্যমে সংশ্লিষ্ট সরকারী, বেসরকারী ও ব্যক্তিগত প্রতিষ্ঠানের সাথে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরী করা যাতে স্থানীয় পর্যায়ে উপ-পরিচালক, স্থানীয় সরকারের নেতৃত্বে ভবিষ্যৎ এ গ্রাম আদালত বিষয়ক প্রচার কার্যক্রম চলমান থাকে।
৪. সভায় অংশগ্রহণকারী প্রতনিধিদের সক্রিয় অংশগ্রহণে একটি কর্ম-পরিকল্পনা তৈরী করা যাতে ভবিষ্যৎ এ কর্ম-পরিকল্পনা অনুযায়ী স্থানীয় পর্যায়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার এর নেতৃত্বে গ্রাম আদালত বিষয়ে প্রচার-প্রচারনা কার্যক্রমের তদারকি করা সম্ভব হয়।
৫. অংশীজনদের নিজস্ব কার্যক্রমে গ্রাম আদালত বিষয়ক তথ্য প্রচারের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর (বিশেষত নারী, আদিবাসী প্রতিবন্ধী ও অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠী মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরী করা যাতে বিরোধীয় জনগোষ্ঠী ইউনিয়ন পরিষদ থেকে গ্রাম আদালতের বিচারীক সেবা গ্রহণ করতে পারে।
৬. সভার মাধ্যমে চলমান প্রচারনা কায©ক্রম অগ্রগতি র্পযালোচনা ও পরর্বতী করনীয় বিষয়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ এবং ত্রৈ-মাসিক ভিত্তিক ফলোআপ করা। প্রভৃতি বিষয়ে আলোচনা হয়।
উক্ত সভায় অংশ গ্রহণ করেন ডিডিএলজি , উপ-পরিচালক যুব উন্নয়ন , উপ-পরিচালক সমাজসেবা , জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, পুলিশ সুপার, সরকারী ও বে-সরকারী উদ্ধতন কর্মকর্তা বৃন্ধ, সাংবাদিক, কেবল নেটওয়ার্ক প্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি।
অনুষ্ঠানটি মাল্টিমিডিয়া পেজেন্টেশন করেন জনাব তৌফিকুল ইসলাম, জেলা ম্যানেজার, শরীয়তপুর, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব মোঃ ওয়াহিদ হোসেন উপপরিচালক, স্থানীয় সরকার শাখা, শরীয়তপুর ।
অনুষ্ঠানের আয়োজন করেন জেলা প্রশাসন, শরীয়তপুর ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ । ৭:৪৩ অপরাহ্ণ