বিশেষ প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে উপজেলা মানবপাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১ টায় বুড়িচং উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মানবপাচার প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভীর হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের অভ্যন্তরীন পাচার এবং যৌনতার শিকার শিশুদের সুরক্ষা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা মানবপাচার প্রতিরোধ কমিটির সেক্রেটারী ফাতেমা জোহরা, রূপান্তরের জেলা সমন্বয়কারী মো: আব্দুল হান্নান, বুড়িচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: খোরশেদ আলম প্রমুখ।
সভায় শিশু পাচার, যৌন নিপীড়ন, এবং অভ্যন্তরীণ পাচারের শিকার শিশুদের সুরক্ষা জোরদারকরণে কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। বিভিন্ন সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয়ে একটি সুসংগঠিত কর্মপরিকল্পনা এবং শিশু সুরক্ষা ও পাচার প্রতিরোধে উপজেলা পর্যায়ে নিয়মিত সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বুড়িচং উপজেলায় সুবিধাবঞ্চিত ও অভ্যন্তরীণ পাচারের ঝুঁকিতে থাকা শিশুদের সরকারি সেবা কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে আরও কার্যকর পদক্ষেপ গ্রহন করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছা: নাছিমা আক্তার, এস আই নুরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: আজহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুল মান্নান,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা: ফওজিয়া আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫ । ১০:৫০ অপরাহ্ণ