ভবতোষ বৈরাগী:
“তালগাছ রোপণ করি —
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সকলে এগিয়ে আসি”
এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে শ্যামনগর উপজেলার হাটছালা-চন্ডীপুর রাস্তায় ১০০ টি তালের চারা রোপন করা হয়।
০৪ আগষ্ট সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ তালের চারা রোপন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,“ আমাদের পরিবেশ ও জীবনের জন্য তালগাছ অনেক উপকারী। এটি শুধুমাত্র আমাদের বজ্রপাত তেকে রক্ষা করে না, বরং এর রস,ফল,পাতা এবং অন্যান্য অংশ বিভিন্ন কাজে লাগ ”।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ কাজী আরিফুল হক।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তাবৃন্দ, হাটছালা একতা যুব সংঘের সদস্যবৃন্দ, মিডিয়া কর্মী ও স্থানীয় কৃষাণ-কৃষাণী।
🌿 🌧

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৬ আগস্ট, ২০২৫ । ৮:৪৯ পূর্বাহ্ণ