সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটি স্থানীয় পর্যায়ে শিশু সুরক্ষার গুরুত্বপূর্ন কাঠামো

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ । ১১:০৩ পূর্বাহ্ণ

বিশেষ প্রতিনিধি: সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটি স্থানীয় পর্যায়ে শিশু সুরক্ষার গুরুত্বপূর্ন কাঠামো বললেন কুমিল্লা জেলার সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: নুরুল ইসলাম পাটওয়ারী।

তিনি আরও বলেন, “সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটি” হল এমন একটি কমিটি যা সমাজের শিশুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য কাজ করে। এই কমিটি স্থানীয় পর্যায়ে শিশুদের অধিকার রক্ষা, তাদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং শিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরিতে কাজ করে।

বুধবার ১২ আগষ্ট কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নে বেসরকারী উন্নয়ন রূপান্তরের অভ্যন্তরীন পাচার ও যৌনতার শিকার শিশুদের সুরক্ষা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটি সক্রিয়করণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সভাপতি ইউপি সদস্য মো: মিজানুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছা: নাছিমা আক্তার, সহকারী সমাজসেবা কর্মকর্তা মো: আব্দুল মান্নান,রাজাপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মাষ্টার,  বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের জেলা সমন্বয়কারী মো: আব্দুল হান্নান, রূপান্তর কর্মী মো: মেহেদী হাসানসহ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তি বর্গ।

উল্লেখ্য বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তর কুমিল্লা, ময়মনসিংহ, বরিশাল জেলা এবং ঢাকা জেলার সাভারে আন্তর্জাতিক সংস্থা The Freedom Fund এর সহায়তায় অভ্যন্তরীন পাচার এবং এবং যৌনতার শিকার শিশুদের সুরক্ষা শক্তিশালীকরণ প্রকল্প বাস্তবায়ন করছে।

সভায় শিশুদের অধিকার, শিশুর প্রতি সহিংসতা, অবহেলা, শোষণ, শিশু অধিকার লঙ্ঘন, শিশুদের বিভিন্ন পরিষেবা প্রদান বিষয়ে আলোচনা করা হয় এবং সমাজভিত্তিক ‍শিশু সুরক্ষা কমিটির উদ্যোগ ত্রৈমাসিক কর্মপরিকল্পনা করা হয়।

সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হান্নান ॥ ঠিকান: শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা। মোবাঃ +8801718-758990, বিজ্ঞাপন: , ই-মেইল: hannanbd032@gmail.com ॥  ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম

প্রিন্ট করুন