বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় গ্রাম আদালত সক্রিয়করনের লক্ষ্যে দিনব্যাপী ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে। রোজ বুধবার (১২ নভেম্বর, ২৫) সকাল ১০:০০ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব হাবিবুল্লাহ । প্রশিক্ষন কার্য্যক্রমে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি), মোরেলগঞ্জ, উপজেলা সমাজ সেবা অফিসার, মোরেলগঞ্জ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মোরেলগঞ্জ, বাগেরহাট। জনাব নাজমুল হাসান, ডিষ্ট্রিক্ট ম্যানেজার, বাগেরহাট, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প। পলাশ বর্মন, উপজেলা সমন্বয়কারী বাগেরহাট মোরেলগঞ্জ, কচুয়া ও চিতলমারী উপজেলা, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প।
উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন মোরলগঞ্জ, শরণখোলা ও মোংলা উপজেলার ২৪ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ সহ মোট ৩১ জন প্রতিনিধি। উক্ত প্রশিক্ষণ থেকে উপজেলা ও ইউনিয়ন পরিষদ প্রতিনিধি সকলে ডিএমআইই নিয়ে এক মত হয়। প্রতিটি ইউনিয়ন পরিষদের মাসিক সভা ও ইউনিয়ন আইন শৃঙ্খলা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সভায় গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করবে। ইউনিয়ন পরিষদের উক্ত মাসিক সভার কার্যবিবরণীর অনুলিপি উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রেরণ করবে বলে অঙ্গিকার বদ্ধ হয়। গ্রাম আদালতের পূর্ববর্তী মাসের মামলার জের এবং চলতি মাসে প্রাপ্ত আবেদন/মামলার কমপক্ষে ৪০% প্রতি মাসে নিষ্পত্তি করবে। এক্ষেত্রে অনিষ্পত্তিকৃত মামলাসমূহের বিষয়ে যৌক্তিকতা প্রদান করবে বলে অঙ্গিকার বদ্ধ হয়। গ্রাম আদালতের কর্মতৎপরতার উপর প্রতি ৩ (তিন) মাস অন্তর গ্রাম আদালত বিধিমালা, ২০১৬- এ সংযোজিত ফরম-১৭ (বিধি-২৭/১) অনুযায়ী অভিযোগ গ্রহণ, নিষ্পত্তি ও অপেক্ষমান মামলা সংক্রান্ত সংখ্যাভিত্তিক ত্রৈমাসিক প্রতিবেদন তৈরি করে পরবর্তী মাসের ১০ (দশ) তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের নিকট দাখিল করবে বলে অঙ্গিকার বদ্ধ হয়।
উপজেলা নির্বাহী অফিসার অত্যন্ত গুরুত্বতার সাথে প্রত্যেকে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের কার্যক্রমের বিষয়ে আলাপ-আলোচনা করেন। কোন বিরোধ নিয়ে বিনা কারণে উচ্চ আদালতে না গিয়ে গ্রাম আদালতের আশার আহবান করেন। তিনি আর বলেন গ্রাম আদালতের উপরে মানুষের আস্থা বাড়াতে বিভিন্ন ভাবে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের উপরে প্রচার-প্রচারনার কার্যক্রম চালিয়ে যেতে হবে।
প্রশিক্ষণটি সার্বিক পরিচালনা করেন, সুশান্ত রায় উপজেলা সমন্বয়কারী বাগেরহাট মোরেলগঞ্জ, শরণখোলা ও মোংলা উপজেলা।
প্রশিক্ষণটি আয়োজন করেন উপজেলা প্রশাসন, মোরেলগঞ্জ, বাগেরহাট।


আপনার মতামত লিখুন