গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির লক্ষ্য, দুর্নীতিমুক্ত দেশ গড়াই প্রধান কাজ: আজিজুল বারী হেলাল”
নিজস্ব প্রতিনিধি: খুলনা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল সোনালী ব্যাংক খুলনা বিভাগীয় কর্মচারী সমাবেশে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে অনেক দুর্নীতি হয়েছে। তিনি অভিযোগ করেন, “ছোট আপা” নামে একজন ব্যাংক ব্যবস্থাপনায় ছিলেন, যার সাথে যোগাযোগ করে সহজেই ঋণ পাওয়া যেত এবং তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। পাশাপাশি “বড় আপারাও” দেশ ছেড়ে পালিয়েছে।
আজিজুল বারী হেলাল বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে আর্থিক খাত ভালো ছিল এবং তাদের সময়ে কোনো রিজার্ভ চুরি বা শেয়ার মার্কেট কেলেঙ্কারি হয়নি। তিনি বলেন, আওয়ামী লীগের আমলে শেয়ার মার্কেট থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এবং সোনালী, রুপালী, বেসিক ও পূবালী ব্যাংকের মতো অনেক ব্যাংক ধসে পড়েছে।
গণতন্ত্র পুনরুদ্ধার এবং পছন্দের নেতা নির্বাচনের সুযোগ তৈরির কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি আগামীতে ১০ বছর দেশ পরিচালনা করার সুযোগ পেলে বাংলাদেশ সিঙ্গাপুর, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়াকে ছাড়িয়ে যাবে।
তত্ত্বাবধায়ক সরকারের রোডম্যাপকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বিএনপি চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সেই সাথে তিনি গণঅভ্যুত্থানের শক্তিকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিএনপি টিকে থাকলে বাংলাদেশও টিকে থাকবে এবং একটি দুর্বল সরকার বাংলাদেশের ভবিষ্যৎকে দুর্বল করে দেবে।
সোনালী ব্যাংক এমপ্লীজ এসোসিয়েশন সিবিএ খুলনা জেলা কমিটির সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সোনালী ব্যাংক ভবন চত্বরে এক কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, এবং সাংগঠনিক সম্পাদক শেখ সাদী উপস্থিত ছিলেন। প্রধান বক্তা ছিলেন সোনালী ব্যাংক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন।
তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে হেলাল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের রোডম্যাপ ঘোষণার বিষয়টিকে সাধুবাদ জানান। তবে, গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে জামাত ইসলামসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সমর্থন এবং অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘসূত্রিতার বিষয়ে বিএনপি প্রশ্ন তুলেছে। ডক্টর ইউনুস সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অন্যান্য দলের হতাশার বিপরীতে বিএনপি জোটবদ্ধভাবে নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে।
আজিজুল বারী হেলাল আরও বলেন, বিএনপি এবং বাংলাদেশ একে অপরের পরিপূরক এবং বিএনপির টিকে থাকার ওপর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভরশীল।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সোনালী ব্যাংক খুলনা শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, শেখ নুরুল ইসলাম, মোঃ গোলাম নবী, এবং অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন