আটুলিয়ায় ২০ শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সীরাত রিফ্লেকশন-২০২৫
আসাদ আফ্রিদী আটুলিয়া থেকেঃআটুলিয়ায় মাহাব্বাহ এইডের আয়োজনে ও মানবতার লাইব্রেরীর বাস্তবায়নে সীরাত রিফ্লেকশন-২০২৫ আয়োজন করা হয়েছে।আগামী ২০ শে সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯.৩০ টায় নওয়াবেঁকী মহাবিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সীরাত রিফ্লেকশন-২০২৫ এ আলোচনা করবেন এইচ এম রবিউল ইসলাম, পিএইচডি গবেষক আন্তর্জাতিক ইসলামী মহাবিদ্যালয় মালেয়েশিয়া এবং মুহাম্মাদ সালাহউদ্দীন পিএইচডি গবেষক কুরআন এন্ড সুন্নাহ স্টাডিজ আন্তর্জাতিক ইসলামী মহাবিদ্যালয় মালেয়েশিয়া।
ব্যাতিক্রমী এ আয়োজনে শর্তসাপেক্ষে ১০০ জন ব্যক্তি অংশগ্রহন করতে পারবেন।
যে শর্তে অংশগ্রহণ করা যাবেঃ
১। ১৫ – ৩৫ বছর বয়সী যুবক নিবন্ধন ও অংশগ্রহণ করতে পারবে।
২। নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠানস্থলে অবশ্যই উপস্থিত হতে হবে।
৩। অনুষ্ঠান চলাকালীন সময়ে ব্যক্তিগত মোবাইল ফোন ও ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ।
৪। অনুষ্ঠানের শেষ পর্যন্ত উপস্থিত থাকা আবশ্যক।
৫। অনলাইনে নিবন্ধনকারী ব্যতিত অন্য কেউ অডিটোরিয়ামে প্রবেশ করতে পারবে না।
৬। অনলাইনে নিবন্ধনের শেষ সময় ১৮সেপ্টেম্বর, ২০২৫ খ্রিঃ রাত ১১.৫৯ টা পর্যন্ত।
৭। অনুষ্ঠান স্থলে প্রবেশের সময় রিসিপশন থেকে নিবন্ধনকারীকে (নোটবুক, কলম ও ডেলিগেট কার্ড) সংগ্রহ করতে হবে।
৮। ১ম পর্বের আলোচনা শেষ হলে চা বিরতির জন্য নির্ধারিত সময়ের মধ্যে নাস্তা এবং ব্যক্তিগত কাজ শেষ করে নিতে হবে।
৯। দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে যা অনুষ্ঠান শেষে ডেলিগেট কার্ড প্রদর্শন পূর্বক নির্ধারিত বুথ থেকে সংগ্রহ করে নিতে হবে।
১০। অনুষ্ঠানে নিবন্ধনকারী ডেলিগেটদের জন্য আসন সংখ্যা নির্ধারিত (১০০)। এজন্য আসন সংখ্যার অনুপাতে ব্যক্তি সফলভাবে নিবন্ধন সম্পন্ন করার পর অন্য কেউ নিবন্ধিত হতে পারবে না।
১১। অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রত্যেককে ৳ ৫০/- টাকা নির্ধারিত বিকাশ/নগদ নাম্বারে নিবন্ধন ফি হিসেবে প্রদান করতে হবে।


আপনার মতামত লিখুন